(১৫ জানুয়ারী ২০১৩) ফেনী জেলা যুবদলের সভাপতি গাজী হাবিবুল্লাহ মানিককে অস্ত্র মামলায় আদালত জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণের প্রতিবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর দেবীপুর নামক স্থানে সোমবার বিকেলে একটি বাসে আগুন দিয়েছে দূর্বিত্তরা। এসময় সড়কের দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিকেলে জেলা যুবদলের নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেছে। আদালত সূত্রে জানা যায়, একটি অস্ত্র মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়া ফেনী জেলা যুবদলের সভাপতি গাজী হাবিবুল্লাহ মানিক ওই মামলায় গত ১২ জানুয়ারি নিম্ম আদালতে হাজিরা দেয়ার নির্ধারিত তারিখ ছিল। নির্ধারিত তারিখে হাজিরা না দিয়ে ১৪ জানুয়ারি সোমবার দুপুরে ফেনীর যুগ্ন জেলা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক জেবুন্নেছা আয়শা তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। এঘটনার পর বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর দেবীপুর নামক স্থানে নোয়াখালী গামী একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দূর্বিত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় সড়কের দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিকেলে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা।
প্রসঙ্গত: ২০১০ সালের ৩০ নভেম্বর গাজী হাবিবুল্লাহ মানিককে তার মালিকানাধীন শহরের গাজী আবাসিক হোটেল থেকে অস্ত্রসহ ডিবি পুলিশ গ্রেফতার করে। মানিক পরবর্তীতে ওই মামলায় হাইকোট থেকে জামিনে মুক্তিপান।
-->