সাংবাদিক টিপু সুলতানের নির্যাতন মামলাটি প্রত্যহারের প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের বিক্ষোভ

(১৫ জানুয়ারি ২০১৩) ওয়াল্ড প্রেস ফ্রিডম পুরস্কারে ভূষিত নির্যাতিত সাংবাদিক টিপু সুলতান নির্যাতন মামলাটি রাজনৈতিক হয়রানী মূলক মামলা হিসেবে প্রত্যাহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতিবাদে (১৫ জানুয়ারি) মঙ্গলবার দুপুরে ফেনীতে সাংবাদিকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। ফেনী প্রেস ক্লাবের আয়োজনে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে করে প্রেস ক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে ফেনী প্রেস ক্লাব সভাপতি মীর হোসেন মীরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বখতেয়ার ইসলামের সঞ্চালণায় বক্তব্য রাখেন নুরুল করিম মজুমদার, আবু তাহের, একেম আবদুর রহীমসহ জেলা ও উপজেলার সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন। বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার স্বার্থে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে বহুল সমালোচিত সাংবাদিক টিপু সুলতান নির্যাতন মামলাটি রাজনৈতিক হয়রানী মূলক মামলা হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের প্রত্যাহারের সিদ্ধান্তটি প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহবান জানান। কর্মসূচীতে ফেনী জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহণ করেন। প্রসঙ্গত, ফেনী প্রেস ক্লাবের সাবেক সহকারী সাধারণ, ইউএনবি’র তৎকালীন ফেনী জেলা প্রতিনিধি সাংবাদিক টিপু সুলতানকে ২০০১ সালের ২৫ জানুয়ারি তৎকালীন স্থানীয় সংসদ সদস্য জয়নাল হাজারীর নেতৃত্বে তার ক্লাশ কমিটির (ব্যক্তিগত সন্ত্রাসী বাহিনী) সন্ত্রাসীরা নির্মমভাবে পিটিয়ে তার হাত পা ভেঙ্গে দেয়। এ ঘটনায় টিপু সুলতান বাদী হয়ে ফেনীর গডফাদার জয়নাল হাজারীকে প্রধান আসামী করে ফেনী থানায় একটি অভিযোগ দায়ের করেন। তখন পুলিশ অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করেনি। পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশে ত্বত্তাবোধায়ক সরকারের আমলে মামলাটি পুলিশ রেকর্ড করে। সাবেক সাংসদ জয়নাল হাজারী ২০০৯ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে ফিরে আসে। তখন সে মামলাটি রাজনৈতিক হয়রানীমূলক মামলা হিসেবে প্রত্যাহারের জন্য ফেনী জেলা প্রশাসকের কাছে আবেদন জানান। তার আবেদনের প্রেক্ষিতে একই বছরের ২৫ মে’র ফেনী জেলার রাজনৈতিক হয়রানীমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত যাচাই বাছাই কমিটির দ্বিতীয় সভার সর্ব সম্মত সিদ্ধান্তে মামলাটি প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়। সুপরিশের আলোকে আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলামের নির্দেশে গত ১৮ নভেম্বর ফেনী জেলার পাবলিক প্রসিকিউটরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা স্বাক্ষরিত একটি চিঠিতে সাংবাদিক টিপু সুলতান নির্যাতন মামলাটি প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদানের অনুরোধ জানানো হয়। গত ১৪ জানুয়ারি আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এক অনুষ্ঠানে এ মামলা প্রত্যহারের যে সুপারিশ করা হয়েছিল, তা বাতিল করা হবে বলে জানান।
-->