-->
ফেনীতে আ’লীগের বিএনপির সংঘর্ষ, পুলিশের টিয়ার সেল নিক্ষেপ : ২ সাংবাদিকসহ আহত-২০
(০৯ ডিসেম্বর ২০১২) ফেনীতে আওয়ামীলীগের সাথে বিএনপির সংঘর্ষে ২ সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। রবিবার বেলা সোয়া ১২টার দিকে ক্রিকেটে বাংলাদেশের সিরিজ জয়ে ফেনী জেলা আওয়ামীলীগের এক আনন্দ মিছিল শহরের ট্রাংক রোডে বিএনপির অবরোধকালীন সমাবেশে পাশ দিয়ে যাওয়ার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা এক পর্যায়ে ফেনী প্রেস ক্লাবে হামলা চালিয়ে ভাংচুর করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার অবরোধ চলাকালে সকাল থেকে বিএনপি খন্ড খন্ড বিক্ষোভ মিছিল করে ট্রাংক রোডে সমাবেশের জন্য জমায়েত হয়। খবর পেয়ে ফেনী জেলা আওয়ামীলীগ ক্রিকেটে বাংলাদেশের সিরিজ জয়ে আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের পৌর চত্বর থেকে বের হয়ে কলেজ রোড, মিজান রোড হয়ে ট্রাংক রোডে আসে। এসময় উভয় দল মিছিল-সমাবেশ থেকে দু’নেত্রীর বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। ছাত্র লীগের নেতাকর্মীরা রড, লাটি-ছোটা দিয়ে বিএনপি ও কর্মরত সাংবাদিকের উপর হামলা চালালে সংবাদকর্মী আবদুর রহিম, আরিফ আজম ও যুবদল কর্মী মোহাম্মদ আকাশসহ ২০ জন আহত হয়। পুলিশ ছাত্র লীগের হামলা ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড কাদানি গ্যাস নিক্ষেপ করে। এসময় ২টি ককটেল বিষ্ফোরন হয়। আধঘন্টা ব্যাপি এ সংঘর্ষে হামলাকারীরা ফেনী প্রেস ক্লাব ও পাশবর্তী কয়েকটি দোকান ভাংচুর করে। এ ঘটনার পুলিশ কাউকে আটক করতে পারেনি। সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মিজান জানান, আওয়ামী ও ছাত্রলীগের নেতা কর্মীরা তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পূর্ব পরিকল্পিত ভাবে হামলা চালিয়েছে। জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহম্মদ চৌধুরী হামলার ঘটনা অস্বীকার করে বলেন, তার দলের কর্মীরা এ হামলার সাথে জড়িত নয়। যদি জড়িতও থাকে তাহলে ব্যবস্থা নেয়া হবে। পুলিশ সুপার পরিতোষ ঘোষ ফেনী প্রেস ক্লাব ভবন পরিদর্শন করেন। এর আগে সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে ভোর থেকে পিকেটাররা টায়ার জালিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। ভোর থেকে শহরের জেলা জামায়াতের কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়ে কার্যালয় অবরুদ্ধ করে রাখলেও জাময়াত শহরে ঝটিকা মিছিল করে।
-->
-->
Labels:
অপরাধ / অনিয়ম / দুর্নীতি