ফেনী ব্লগ - লেখক-পাঠকের অনলাইন মিলন-মেলা

(৬ই ডিসেম্বর ২০১২) আজ ফেনী মুক্ত দিবসে ফেনীর সকল লেখক-পাঠকের অনলাইন মিলন-মেলা ঘটাতে চালু হল ফেনী ব্লগ (www.feniblog.tk)
 
এই ব্লগ থেকে ফেনীর নবীন লেখকরা যেমন একটি প্ল্যটফরম পাবে তাদের লেখার জন্য যার দ্বারা খুব বেশী সংখ্যাক মানুষের সাথে আদান প্রদান করা সম্ভব। ঠিক তেমনি প্রবীন বা অভিজ্ঞ লেখকরা তাদের অভিজ্ঞতা নবীনদের সাথে আদান প্রদান করতে পারবেন।
এতে আপনি নিজের গল্প, কবিতা, ভাবনা, অভিজ্ঞতা, খবর এবং অন্য যে কোন ধরনের লেখা লিখতে পারবেন এবং তা খুব সহেজই ফেইসবুকে অপরের সাথে শেয়ার করতে পারবেন। এমনকি অন্যের লেখা বা ছবির উপর আপনার নিজস্ব মতামত রেখে অনেকের সাথে কথোপকথন শুরু করতে পারেন।
আপনি আপনার নিজের লেখা পোস্ট করতে পারেন এবং অন্যের লেখায় মন্তব্য করতে পারেন আপনার মাতৃভাষা বাংলাতে। এর সাথে প্রতিটি লেখাতে পাঠকরা ভোট করতে পারবেন।
এই ধরনের প্রচুর ব্লগ বর্তমানে চালু থাকলেও শুধুমাত্র ফেনী কেন্দ্রীক এই ধরনের কোন উদ্যোগ এটাই প্রথম। ফেনীর সকল লেখক পাঠকের আনাগোনায় ভরে উঠবে ফেনী ব্লগ এমনটাই প্রত্যাশা ব্লগ কর্তৃপক্ষের।

ফেনী ব্লগ এই ঠিকানায় - www.feniblog.tk




-->