ফেনী মুক্ত দিবসে বিজয় র‌্যালী

(০৬ ডিসেম্বর ২০১২) আজ ৬ ডিসেম্বর। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এই দিনে পাকসেনাদের হটিয়ে মুক্ত হয় ফেনী অঞ্চল। র‌্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে দিবসটি পালন করেছে ফেনীবাসী।বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফেনী জেলা ইউনিট কমান্ডের আয়োজনে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান কয়েকটি সড়ক ঘুরে একই স'ানে এসে শেষ হয়। সেখানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফেনী জেলা শাখার কমান্ডার মীর আবদুল হান্নানের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ফেনী জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী,পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারীসহ মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।

-->