সড়কের নামফলক উন্মোচন করেন সাবেক মন্ত্রী, সাব-সেক্টর কমান্ডার লেফটেনেন্ট কর্ণেল (অব:) জাফর ইমাম বীর বিক্রম।

(১৫ই ডিসেম্বর ২০১২)মা আজমিরি বেগমের নামে ফেনী শহরের আদালত পাড়া সংলগ্ন সড়কের নামফলক উন্মোচন করেন সাবেক মন্ত্রী, সাব-সেক্টর কমান্ডার লেফটেনেন্ট কর্ণেল (অব:) জাফর ইমাম বীর বিক্রম। ফেনী পৌরসভার অর্থায়নে নবনির্মিত আজমিরি বেগম সড়কের নামফলক উন্মোচন অনুষ্ঠানে ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী সভাপতিত্ব করেন। গতকাল শুক্রবার সকালে শহরের আদালত পাড়া সংলগ্ন উক্ত অনুষ্ঠানকে ঘিরে জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সরব উপস্থিতি সবার চোখে পড়ে। কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হাজী আলাউদ্দিন ছাড়াও অনুষ্ঠানে ফেনী জেলা সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক কে বি এম জাহাঙ্গীর আলম, সদর উপজেলা আহবায়ক ইসমাইল হোসেন খোকন, পৌর আহবায়ক আবুল কাশেম সহ জেলার তৃণমূল নেতাদের শো-ডাউন মানুষের নজড় কাড়ে। এছাড়াও পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম স্বপন মিয়াজী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এক সময়ের জাতীয় পার্টি নেতা জাফর ইমামকে জেলা জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান। প্রসঙ্গত; সাবেক মন্ত্রী জাফর ইমাম বীর বিক্রম ২০০১ সালের নির্বাচনে জাতীয় পার্টি ছেড়ে আওয়ামীলীগে যোগদান করে ফেনী-১ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করেন। ২০০৬ সালে মনোনয়ন না পেয়ে অনেকটা রাজনীতিতে নীরব হয়ে গেছেন। গতকাল তার আগমনকে ঘিরে ফেনীর রাজনীতিক সচেতন মহলে ব্যাপক আলোচনা শুরু হয়।

-->