ফেনীতে মহান বিজয় দিবস পালিত
(১৭ ডিসেম্বর ২০১২) বিপুল উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ফেনীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে মুক্তিযুদ্ধে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। মুক্তিযুদ্ধে শহীদ স্মৃতি স্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌর পরিষদ, সরকারী / বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পন করেন।
সকালে ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, জেলা শিল্পকলা একাডেমীতে শহীদ মুক্তিযোদ্ধা পবিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ফেনী সরকারী বালিয়া উচ্চ বিদ্যালয়ে মহিলা ও শিশুদের ক্রীয়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হুমায়ুন কবির খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার পরিতোষ ঘোষ, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, পৌর মেয়র নিজাম হাজারী।
দুপুরে ভাষা শহীদ সালাম ষ্টেডিয়ামে প্রতি ফুটবল ম্যাচ ও সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়াও জেলার সকল উপজেলায় কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকল অনুষ্ঠানে প্রশাসনের উদ্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।
-->
Labels:
সব সংবাদ