ফেনী শহরের ট্রাংক রোডে ভ্রাম্যমান আদালতের অভিযান / মামলা ও জরিমানা।

(০৯ অক্টোবর ২০১২) ফেনীতে ভ্রাম্যমান আদালত শহরের ট্রাংক রোডে অভিযান চালিয়ে অবৈধ গাড়ি পার্কিং এর দায়ে ১৮টি সিএনজি অটোরিক্সা ও মোটর সাইকল এবং ৬ দোকান মালিকের বিরুদ্ধে ২৪টি মামলা দায়ের করেছে। এসময় তাদেরকে ১২ হাজার ৬ শত টাকা জরিমানা করা হয়েছে। আজ (৯ অক্টোবর) মঙ্গলবার সকালে শহরের ট্রাংক রোডে ভ্রাম্যমান আদালতের যৌথ অভিযান নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনসুর আহম্মদ এবং এনডিসি এ জেড এম শরিফ হোসেন। ভ্রাম্যমান আদালত এসময় অবৈধ গাড়ী পার্কিং এর দায়ে ১৮টি সিএনজি অটোরিক্সা ও মোটর সাইকেলর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ফুটপাতে দোকন বসিয়ে মালামাল বিক্রীর অভিযোগে ৬ দোকান মালিকের বিরুদ্ধেও এসময় মামলা করা হয়। এসময় উভয়ের কাছ থেকে মোট ১২ হাজার ৬শত টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদলত পরিচালনার সময় ফেনী পৌরসভার প্যানেল মেয়র সাইফুর রহমান, ফেনী প্রেস ক্লাব সভাপতি নুরুল করিম মজুমদার, শহর ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ ও ফেনী মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।

-->