(০৯ অক্টোবর ২০১২):: ফেনী শহরের পোষ্ট অফিস রোডে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনে এক ভয়াবহ অগ্নিকান্ডে একটি বসত ঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করছে। ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়, আজ (৯ অক্টোবর) মঙ্গলবার দুপুরে ফেনী শহরের পোষ্ট অফিস রোডে একটি আধাপাকা ঘরে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরন থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে প্রায় দশটি কক্ষ আগুনে ভষ্মিভূত হয়ে যায়। খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিস বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে ঘরের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ফেনী ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার জাহাঙ্গির আলম বৈদ্যুতিক শট সার্কিড থেকে আগুনের সুত্রপাত বললেও পরিবারের দাবি গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনে এ ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস আগুনে ক্ষয়ক্ষতির পরিমান ৬ লাখ টাকা জানালেও ক্ষতিগ্রস্থ পরিবার জানিয়েছে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় দশ লাখ টাকা।