(১১ অক্টোবর ২০১২) ফেনীতে প্রচন্ড ঘূর্ণিঝড়ে জেলার সোনাগাজী উপজেলা উপকূলীয় অঞ্চলে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ (১১ অক্টোবর) বৃহস্পতিবার সকালে আধঘন্টা ব্যাপী স্থায়ী হওয়া ঘূর্ণিঝড়ে রাস্তায় ও বসত ঘরে বিভিন্ন গাছ উপড়ে পড়ে। এতে জেলার বিভিন্ন স্থানে প্রায় শতাধিক বাড়ী, ঘর বিধ্বস্ত হয়েছে।এ ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছে। ঘূর্ণিঝড়ে রাস্তার পাশের একাধিক গাছ উপড়ে পড়ায় ঢাকা -চট্টগ্রাম মহাসড়ক ও ফেনী -মাইজদী সড়কে সকাল থেকে দুপুর পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। পরে ট্রাফিক ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় গাছ কেটে রাস্তা থেকে সরানো হলে যান চলাচল ধীর গতিতে শুরু হয়েছে বলে ফেনী পুলিশের ট্রাফিক ইনস্পেক্টর সাইদুর রহমান খান এ তথ্য জানিয়েছে। এছাড়া জেলার বিভিন্ন স্থানে গাছ পড়ে বিদ্যুৎ লাইন ছিড়ে যাওয়ায় জেলার অধিকাংশ জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। জেলা প্রশাসন ঘূর্ণিঝড়ের সত্যতা নিশ্চিত করলেও তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি।
-->