ফেনীর এসএসকে রোডে নির্মানাধীন ১৮ তলা করিম টাওয়ার’র ছাদ থেকে পড়ে মালিকের মৃত্যু।

(১৫ অক্টোবর ২০১২) ফেনীতে নির্মানাধীন একটি ১৮ তলা ভবনের ছাদ থেকে পড়ে মোঃ জিয়া উদ্দিন পাঠান (৪৫) নামে ভবন মালিকদের এক ভাই মারা গেছেন। শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের (এসএসকে রোড) করিম টাওয়ারে এ ঘটনা ঘটে। তিনি শহরের বিশিষ্ট ব্যবসায়ী আবদুল করিম পাঠানের চতুর্থ ছেলে। পুলিশ ও ভবন মালিক সুত্র জানায়, গত কিছুদিন থেকে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের করিম টাওয়ার নামে একটি ভবনের নির্মান কাজ চলছিল। গতকাল শনিবার রাতে করিম টাওয়ারের ১৮ তলার ছাদ ঢালাই দেওয়া হয়। ঢালাই কাজ শেষ করতে রাত নয়টা বেজে যায়। জিয়া উদ্দিন সকলের পরে ছাদ থেকে নামছিলেন। এসময় তিনি পা ফসকে ১৮ তলার ছাদ থেকে পড়ে ছয় তলার ছাদের সাথে অপর একটি ভবনের ছাদের মাঝ খানে আটকা পড়ে ঘটনাস্থলে পড়ে সেখানেই মারা যান। তার মৃত্যতে শহরের ব্যবসায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। ফেনী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাঈনুল আফসার জানান, ময়না তদন্ত শেষে রোববার বিকেলে শহরের পাঠানবাড়ী সড়কে পারিবারিক কবর স্থানে নিহতের লাশ দাফন করা হয়।