(১৫ অক্টোবর ২০১২) খুনির স্বীকারোক্তি অনুযায়ী ৫ মাস ১০ দিন পর চট্রগ্রামের মিরসরাইয়ের নয়টিলা এলাকার পাহাড়ের নিচ থেকে উদ্ধার করা হয়েছে ফেনীর পাঁচগাছিয়ার অপহৃত সামছুল আলমের কঙ্কাল।
সোমবার দুপুরে ফেনী মডেল থানার পুলিশ এ উদ্ধার অভিযান চালায়। পুলিশ জানায়, শনিবার গোপন খবরের ভিত্তিতে সামছুল আলম অপহরন মামলার প্রধান আসামী পাঁচগাছিয়ার কাশিমপুরের আজাদকে খাগড়াছড়ি জেলার রামগড় থেকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ নয়টিলার পাহাড়ী অঞ্চলে থেকে কঙ্কাল, পরিধানের বস্ত্র ও আনুসাঙ্গিক সামগ্রী উদ্ধার করে। বিকেলে থানায় আনার পর উদ্ধার সামগ্রী দেখে নিহতের পরিবার অপহৃত সামছুল আলমকে সনাক্ত করে। গত ৫ মে সকাল ১১ টার দিকে ফেনীর পাঁছগাছিয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের সামছুল আলম তার বাড়ি থেকে শহরে আসার পথে নিখোঁজ হয়। এ ঘটনায় তার স্ত্রী ইয়াসমিন আক্তার বাদী হয়ে আজাদসহ ৯ জনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি অপহরন মামলা দায়ের করেন।
-->