ফেনীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু।

(১ অক্টোবর ২০১২) ফেনীতে ট্রেনে কাটা পড়ে মোঃ আজিজ উল্লাহ হাজারী (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে ফেনীর মাষ্টার পাড়ার লমী হাজারী বাড়ীর অহিদুল্লাহ হাজারীর ছেলে। ফেনী রেল ষ্টেশান ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর শরিবার রাত আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী শহরের সহদেবপুর নামক স্থানে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারাত্মক ভাবে আহত হয় আজিজ উল্লাহ হাজারী। তাকে দ্রুত ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১০টায় মারা যায়। ফেনী পৌরসভার প্যানেল মেয়র মোসলে উদ্দিন হাজারী তার মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, ময়না তদন্ত ছাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হরেছে।

-->