(১ অক্টোবর ২০১২) ফেনীতে ইসলামী ব্যাংক কলেজ রোড শাখার ক্যাশ কাউন্টার থেকে রোববার দুপুরে এক মাছ ব্যবসায়ীর ২ লাখ টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্থ মাছ ব্যবসায়ী সুত্র জানায়, আজ (৩০ সেপ্টেম্বর) রোববার দুপুরে শহরের মুক্ত বাজার সততা মাছের আড়তের মালিক আবদুল করিম খুলনার তিন মাছ ব্যবসায়ী জাকির সর্দার, ইলিয়াছ ও শাহ আলমের নামে দুই লাখ টাকা টিটি করতে ইসলামী ব্যাংক কলেজ রোড শাখায় যান। তিনি ব্যাংকের ভেতর ক্যাশ কাউন্টারের সামনে দুই লাখ টাকার বান্ডেল রাখার সময় অপরিচিত ৩-৪ ব্যক্তি দাঁড়ানো ছিলেন। তাদের একজন ব্যাংক কাউন্টারের সামনে কিছু টাকা পড়ে আছে বলে আওয়াজ করে ওঠে। এসময় ব্যবসায়ী আবদুল করিম নীচের দিকে তাকানোর সাথে সাথে মহুর্তেই তার টাকা গুলি নিয়ে তারা উধাও হয়ে যায়। ওই ব্যবসায়ী অভিযোগ করেন, টাকা নিয়ে যাওয়া বিষয়টি তাৎক্ষনিকভাবে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের জানালে তারা বিষয়টি শাখা ব্যবস্থাপককে জানাতে বলেন। আবদুল করিম শাখা ব্যবস্থাপক আবদুল আউয়ালের কাছে গিয়ে জানাতে চাইলে তিনি ব্যস্ততা দেখিয়ে বিকেলে যেতে বলেন। টাকার মালিক আবদুল করিম স্থানীয় কয়েকজন ব্যবসায়ীকে নিয়ে ব্যাংকে গিয়ে কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করতে চাইলেও তারা পরে দেখবে বলে এড়িয়ে যান। ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবদুল আউয়াল ছিনতাইয়ের কথা শুনেছেন বলে জানান। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাঈনুল আফসার জানান, তিনি এবষয়ে কিছুই জানেন না। থানায় কেউ কোন অভিযোগ দেননি।
-->