(১ অক্টোবর ২০১২) বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিল ও ঘনঘন লোড শেডিংয়ের প্রতিবাদে পল্লী বিদ্যুৎ গ্রাহকরা ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সির হাট পল্লী বিদ্যুৎ সমিতির সাব-স্টেশনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। পল্লী বিদ্যুৎ সমিতির ফুলগাজী অফিস সুত্রে জানা যায়, গতকাল (২৯ সেপ্টেম্বর) শনিবার রাত ১০টার দিকে শতাধিক বিক্ষুব্ধ এলাকাবাসী মিছিল নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির মুন্সির হাট সাব-স্টেশনে হামলা করে। বিক্ষুব্ধ লোকজন সাব ষ্টেশনে ঢুকে ব্যাপক ভাংচুর করে। এসময় অফিসের আসবাবপত্র, ওয়ারল্যাস সেট, বৈদ্যুতিক মিটার, ওয়াকিটকি, ষ্টিলের আলমারি ইত্যাদি ভাংচুর করে অফিসের মূল্যবান কাগজপত্র তছনছ করে। খবর পেয়ে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। রাতেই ফুলগাজী পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহা ব্যবস্থাপক জসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি হামলা ও ভাংচুরের সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় ফুলগাজী থানায় একটি সাধারন ডায়েরী লিপিবদ্ধ করা হয়েছে।
-->