(২৭ সেপ্টেম্বর ২০১২) ফেনী কলেজ রাষ্টবিজ্ঞান বিভাগের উদ্যোগে জমকালো নবীন বরণ ও বিদায় সংবর্ধনা গতকাল (২৬ সেপ্টেম্বর) বুধবার সকালে আয়োজন করা হয়। কলেজ অডিটোরিয়ামে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বিভাগীয় প্রধান মোঃ সফিকুর রহমানের সভাপতিত্বে রাষ্ট বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মোঃ রাশেদ খন্দকারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর উৎপল কান্তি বৈদ্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মুহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ আক্তার হোসেন, প্রভাষক কামরুন্নাহার। ছাত্র প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, ৪র্থ বর্ষ থেকে ফারুক, ৩য় বর্ষ থেকে আমজাদ, ২য় বর্ষ থেকে ইয়াসিন, ১ম বর্ষ থেকে সৌরভ কামাল। অনুষ্ঠানে সার্বিক সহোযোগীতায় ছিল রাষ্টবিজ্ঞান বিভাগের ছাত্র শফিউল আলম অপু, মাহাদী, অলক, মোসলেহ ,তন্নী, কলি, ডালিম হাজারী, রশিদ, পল্লব হাজারী, আব্দুল্লাহ প্রমূখ। আলোচনা সভার পরে বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাষ্টবিজ্ঞানের বিভিন্ন বিভাগের শিল্পীরা অংশ গ্রহন করে। অনুষ্ঠানের পরে সেখানে এক আবেগ গন পরিস্থিতির তৈরী হয় বিদায়ী ছাত্ররা নবীনদের বরণ করছে আর নবীণরা তাদের বিদায় দিচ্ছে এ সময় সবাই আবেগ আক্রান্ত হয়ে পড়ে।
-->