(২৫ সেপ্টেম্বর ২০১২) ফেনী সরকারী কলেজের মূল ফটকে ছাত্রলীগ নামধারী দু’গ্রুপের ধাওয়া পল্টা ধাওয়ায় রবিন (১৮) ও মিজান (১৯) নামে দুই ছাত্রলীগ কর্মীকে এলোপাথাড়ী কুপিয়ে আহত করেছে দলীয় প্রতিপক্ষরা। আহত দুই ছাত্রলীগ কর্মীকে গুরুত্বর অবস্থায় ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, গতকাল (২৪ সেপ্টেম্বর) সোমবার দুপুরে ফেনী সরকারী কলেজে ছাত্রলীগ সমর্থক কিছু সংখ্যক শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। কলেজ শিক্ষার্থীরা তাদের নিজ নিজ পক্ষের বহিরাগত ছাত্রলীগ নেতাকর্মীদেকে বিষয়টি জানায়। খবর পেয়ে শহরের মাষ্টার পাড়ার মিষ্টার গ্রুপের নেতাকর্মী ও নাজির রোডের মামুন গ্রুপের নেতাকর্মীরা ফেনী সরকারী কলেজ ফটকে পৌঁছলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় মিষ্টার গ্রুপের কর্মীরা মামুন গ্রুপের উপর হামলা চালিয়ে এলোপাথাড়ী কুপিয়ে মোঃ রবিন (১৮) ও মোঃ মিজান (১৯) নামের দুই ছাত্রলীগ কর্মীকে আহত করে। খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। আহত মোঃ রবিন নাজির রোডের আবদুল জলিলের ছেলে ও মোঃ মিজান একই এলাকার মোঃ ইলিয়াছের ছেলে। আহতরা কেউই ফেনী সরকারী কলেজের ছাত্র নয়। ফেনী মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ রাশেদ খান চৌধুরী স্ব-দলীয় প্রতিপক্ষের হামলায় দু’জন আহতের সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেল পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
-->