যুবদলের কেন্দ্রীয় সভাপতি আলালকে গ্রেফতারের প্রতিবাদে ফেনীতে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ।

(০৪ অক্টোবর ২০১২):: জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোয়াজ্জম হোসেন আলালকে গ্রেফতারের প্রতিবাদে ফেনীতে বাসে অগ্নিসংযোগ ও গাড়ি ভাংচুর করেছে যুবদল কর্মীরা। গতকাল (৩ অক্টোবর) বুধবার বিকেলে শহেরের এসএসকে সড়কের জিয়া মহিলা কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসের যাত্রীদের নামিয়ে দিয়ে আগুন দেয় তারা। পেট্রোল ও গান পাউডার দিয়ে বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ নেতা কর্মীরা। খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গেলেও তার আগেই বাসটি পুড়ে যায়। এছাড়া একই সময়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর নাছির মেমোরিয়াল কলেজ রাস্তার মাথা ও শহরের ট্রাংক রোডের সেন্ট্রাল হাই স্কুলের সামনে ৪/৫টি গাড়ি ভাংচুর করে যুবদল কর্মীরা। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা পালিয়ে যায়। অগ্নিকান্ড ও গাড়ি ভাংচুরের ঘটনায় শহরে লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে বক্তব্য জানার জন্য জেলা যুবদলের সভাপতির গাজী হাবিব উল্লাহ মানিক ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের মুঠো ফোনে ফোন করলেও তারা রিসিভ করেননি। ফেনীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) শামসুল আলম সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যুবদল কর্মীরা এ নাশকতার ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

-->