ফেনী মহিপালে অবৈধ স্থাপনা উচ্ছেদ।

(০৮ সেপ্টেম্বর ২০১২) ফেনীর মহিপালে গত ০৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার মহসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। সূত্রে জানা যায়, সকাল ১১ টার দিকে প্রশাসনের উদ্যোগে মহিপাল কেন্দ্রীয় মসজিদের সামনে ও ফেনী-নোয়াখালী সড়কের দুই পাশে হকারদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। প্রশাসন থেকে বার বার অবৈধ স্থাপনা গুলো সরিয়ে নিতে নির্দেশ দিলেও তা মানেনি হকাররা। এসময় প্রায় ৩০/৪০ টি ভ্রাম্যমান স্থাপনা ভেঙে দেয়া হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন এ সকল অবৈধ স্থাপনা উঠে গেলে সড়কটি যানযট মুক্ত হবে। উচ্ছেদ অভিযানের শিকার একজন হকার ক্ষোভ করে বলেন, এমপি, মন্ত্রী ও সরকার দলের ক্যাডাররা হাজার হাজার কোটি টাকার দূর্নীতিতে ধরা খেলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। আর আমরা সামান্য দোকান করে জীবন চালাই তাও গুড়িয়ে দিলো। এখন আমাদের পরিবার না খেয়ে থাকতে হবে। কথাগুলো বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।