ফেনীর দাগনভূঞায় বাস সিএনজি অটোরিক্সা সংঘর্ষে নিহত-৩ \ আহত-১।

(০৫ সেপ্টেম্বর ২০১২):: ফেনীর দাগনভূঞায় বাস সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্সে ঘটনাস্থলে এক জন সহ ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের ফেনী-মাইজদী সড়কের তুলাতলী নোয়াখালী থেকে ঢাকাগামী বিলাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি অটোরিক্সা আরোহী মাসুদুর রহমান (৩০) মারা যায়। আহত অপর ব্যাক্তিদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করলে মধ্যরাতে গুরুতর আহত গাড়ী চালক সাইফুল ইসলাম আনোয়ার (১৮) ও মোহাম্মদ বাহার (৩৫) মারা যায়। নিহত মাসুদুর রহমান গ্রীন ফার্মাসিউটিক্যালস্ নামে একটি ঔষধ কোম্পানীর মার্কেটিং অফিসার ও দিনাজপুর জেলার গোড়াঘাট এলাকার কৃষ্ণরামপুর গ্রামের আবদুল জলিলের ছেলে। নিহত অপর দু’জন সাইফুল ইসলাম দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর গ্রামের আবদুল মুনাফের ছেলে ও মোহাম্মদ বাহার দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামের আবদুল গফুরের ছেলে। আহত ব্যাক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। দাগনভূঞা থানা অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) আনোয়ারুল আজিম তিন জন নিহতের ঘটনার সত্যতা স্বীকার নিশ্চিত করে বলেন, পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।