মটর সাইকেলসহ ঝুলন রায় নামের এক চোরকে গ্রেফতার করেছে ফেনী মডেল থানার পুলিশ।

(২১ সেপ্টেম্বর ২০১২) চুরি করে পালানোর সময় মটর সাইকেলসহ ঝুলন রায় নামের এক চোরকে গ্রেফতার করেছে ফেনী মডেল থানার পুলিশ। পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে আটটার দিকে শহরের শহীদ শহীদুলৱাহ কায়সার সড়কের খন্দকার সেন্টারের এক ব্যবসায়ী তার মটর সাইকেল রেখে মার্কেটে যান। পাঁচ মিনিট সময়ের মধ্যে ঝুলন মটর সাইকেলটি নিয়ে পালানোর সময় পুলিশ তাকে ধাওয়া করে ফেনী সদর হাসপাতালের মোড় থেকে চোরাই মটর সাইকেলসহ গ্রেফতার করে। তার কাছ থেকে বিভিন্ন মটর সাইকেলের তালা খোলার এক জোড়া মাস্টার চাবি উদ্ধার করা হয়। ঝুলন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার কুলিয়া পাড়ার জহর লাল রায়ের ছেলে। গত দুই মাসে ফেনী শহর থেকে শতাধিক মটর সাইকেল চুরির ঘটনা ঘটলেও পুলিশ হাতেনাতে চোর ধরার ঘটনা এটাই প্রথম।



-->