ফেনী জেলার শ্রেষ্ঠ ওসি আমিনুল ইসলাম।

(১৯ সেপ্টেম্বর ২০১২) ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম কৃতিত্বের সহিত দায়িত্ব পালন করে ফেনী জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। ফেনী পুলিশ লাইনে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় মাসিক কল্যাণ সভায় সর্বোচ্চ সংখ্যক মাদক মামলা রুজু, মাদক উদ্ধার অভিযানে তদারকি ও নেতৃত্বসহ ছাগলনাইয়া থানা এলাকায় আইন শৃংখলা রক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখার কারণে ওসি আমিনুলকে ফেনী জেলার শ্রেষ্ঠ ওসি ঘোষনা করা হয়। এতে একই থানার এস.আই আশিকুর রহমান আশিককে ফেনী জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে ঘোষনা দিয়ে সম্মাননা সনদ ও নগদ ১ হাজার টাকা পুরষ্কার প্রদান করা হয়। এ সময় ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ ওসি আমিনুল ইসলামকে শ্রেষ্ঠ ওসির সম্মাননা সনদ প্রদান করেন। সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু আহাম্মদ আল মামুন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) সামছুল আলম সরকার, সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার পাল ও ফেনী জেলা পুলিশের সকল কর্মকর্তাবৃন্দ।



-->