ফেনীর দেবীপুরে ৭২০ পিচ ইয়াবা টেবলেটসহ দুই মাদক পাচারকারী গ্রেফতার

(১৮ সেপ্টেম্বর ২০১২) টেকনাফ থেকে ঢাকা পাচারের সময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর দেবীপুর থেকে ৭২০ পিচ ইয়াবা টেবলেটসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলো কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার পুরান কল্যান পাড়া এলাকার মোহাম্মদ মোজাহার মিয়ার ছেলে জায়নুল আলম (২৫) ও একই উপজেলার শিকদার পাড়া এলাকার মোহাম্মদ ইসমাঈল এর ছেলে হেলাল উদ্দিন (১৮)।
পুলিশ জানায়, আজ মঙ্গলবার ভোরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর দেবীপুর প্রাইম সিএনজি ফিলিং স্টেশনে কক্সবাজার থেকে ঢাকা গামী একটি প্রাইভেট কারে (চট্ট মেট্রো- গ-১১-১৬৯৬) অভিযান চালিয়ে ৭২০ পিচ ইয়াবাসহ ওই দুজনকে আটক করে। অভিযান পরিচালনাকারী ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোলাম হাক্কানী জানান, আটককৃত দুই পাচারকারীর বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
ফেনী মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) মাঈনুল আবসার ৭২০ পিচ ইয়াবাসহ দুমাদক পাচারকারীর গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

-->