(১ সেপ্টেম্বর ২০১২) ফেনীর পরশুরামে আজ শুক্রবার বিকেলে ঢাকা ষ্টক একচেঞ্জ (ডিএসই)এর সভাপতি রকিবুর রহমান প্রশিক্ষন প্রাপ্ত দুস্থ্য নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করেছেন। রকিবুর রহমান পিতা মাতার নামে স্থাপিত আলহাজ আবিদুর রহমান ফাতেমা খাতুন কল্যান ট্রাষ্টের উদ্যোগে ৫০ জন প্রশিক্ষন প্রাপ্ত নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। ঢাকা ষ্টক একচেঞ্জের সভাপতি রকিবুর রহমানের সভাপতি সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেনীর জেলা প্রশাসক হুমায়ন কবীর , পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, মেয়র নিজাম উদ্দিন চৌধূরী সাজেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিপ আহাম্মদ খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিমাংশু কুমার দাস, পরশুরাম উপজেলা আওয়ামীলীগ সভাপতি এনামুল করিম মজুমদার বাদল, পরশুরাম উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবু তালেব, মির্জানগর ইউনিয়ন চেয়ারম্যান মো নুরুজ্জামান ভুট্টু,মির্জানগর ইউণিয়ন সাবেক চেয়ারম্যান মাওলানা নুর মুহাম্মদ, কল্যান ট্রাষ্টের পরিচালক নুরুল হক হেলাল (হেলাল হুজুর) পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের আলহাজ আবিদুর রহমান ফাতেমা খাতুন কল্যান ট্রাষ্টের উদ্যোগে স্থানীয় ৩শ ৮০ জন নারীকে বুটিকের উপর প্রশিক্ষন দেওয়া হয়েছে। এছাড়াও শিক্ষা ও স্বাস্থ্য সহ বিভিন্ন ধরনের ১৫ টি সেবামুলক প্রতিষ্ঠান এই ট্রাষ্টের অর্থায়নে পরিচালিত হচ্ছে এবং এই ট্রাষ্টের চেয়ারম্যান রকিবুর রহমান। সেলাই মেশিন বিতরন শেষে রকিবুর রহমান ও জেলা প্রশাসক সহ অণ্যান্য অতিথিরা ট্রাষ্টের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। ঢাকা ষ্টক একচেঞ্জ (ডিএসই)এর সভাপতি এবং মিডওয়ে সিকিউরিটিজের ব্যাবস্থাপনা পরিচালক রকিবুর রহমানের বাড়ী পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের আশ্রাফ পুর গ্রামে।