(৩০ আগষ্ট ২০১২) ফেনী শহরের এসএসকে সড়কের উন্নয়ন ও সম্প্রসারন কাজ করতে গিয়ে গত তিন মাস ধরে ক্যাবল কাটা পড়ে আড়াই হাজার টেলিফোন লাইন বিচ্ছিন্ন হয়ে রয়েছে। টেলিফোন বিভাগীয় কর্মকর্তারা প্রতিনিয়ত সহসাই ঠিক করবে বলে গ্রাহকদের জানালে তাদের ভোগান্তি চরমে পৌছেছে। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের দুই পাশে সড়কের উন্নয়ন ও সম্প্রসানের জন্য দরপত্র আহব্বানের মধ্য দিয়ে ফেনী সড়ক বিভাগ ঠিকাদার নিয়োগ করে। গত জুন মাসের শুরুতে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শুরু করে। গত ৮ জুন সড়কের দক্ষিন পাশে রাস্তার মাটি কাটার সময় আট শত টেলিফোন লাইন কাটা পড়ে। পরে একই সড়কে আরো সাড়ে এগারো শত লাইন কাটা পড়ে। এছাড়া প্রায় বছরাধিক কাল আগে ঢাকা-চট্টগ্রাম মহা সড়কে কাজ করার সময় চাড়িপুর বিসিক শিল্পনগরীসহ বিভিন্ন এলাকায় তিন শত পঁঞ্চাশটি টেলিফোন লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। সেগুলো এখনো মেরামত অথবা পুনঃস্থাপন করা হয়নি। অপরদিকে দশটি ডিপির প্রতিটিতে ২০টি করে মোট দুই শত টেলিফোন লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। সব মিলিয়ে ফেনী শহরে মোট সাড়ে চার হাজার টেলিফোন লাইনের মধ্যে বর্তমানে দুই হাজার পাঁচ শত টেলিফোন লাইন বিচ্ছিন্ন হয়ে রয়েছে। ফেনীর চাড়িপর বিসিক শিল্পনগরীর হীরা বিস্কুট কারখানার ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন ভূঞা অভিযোগ করেন, গত এক বছর টেলিফোন লাইন বিচ্ছিন্ন থাকলেও টিএন্ডটি কর্তৃপক্ষ থেকে লাইন সচল করার কোন উদ্যোগ নেওয়া হয়নি। ফলে তাদেরকে ব্যবসায়িক যোগাযোগ করতে দূর্ভোগ পোহাতে হচ্ছে। শহরের একাডেমী রোডের আবাসিক গ্রাহক জোহরা বানু জানান, দীর্ঘ তিন মাস ধরে টেলিফোনের লাইন বিচ্ছিন রয়েছে। টেলিফোন অফিসে বার বার অভিযোগ দিয়েও কোন সুফল পাওয়া যায়নি। ফেনী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ এনামুল হক বলেন, সড়ক বিভাগ ফেনী কার্যালয়ের টেলিফোন লাইনটিও বিচ্ছিন্ন রয়েছে। তাদের জরুরী ফ্যাক্সবার্তা গুলি বেসরকারী ফোন ফ্যাক্সের দোকানের মাধ্যমে আদান প্রদান করতে হচ্ছে। সড়ক সম্প্রসারন কাজ শুরুর আড়াই মাস আগে টেলিফোন কর্তৃপক্ষকে তাদের লাইন সরিয়ে নিতে চিঠি প্রদান করা হয়েছে। ফেনী টেলিফোন বিভাগের সহকারী প্রকৌশলী একেএম শরিফুল আলম জানান, ক্যাবল কেটে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর জরুরী ভিত্তিতে জেলা প্রশাসনসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরের প্রায় শ’খানেক টেলিফোন সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে। অবশিষ্ট টেলিফোনগুলোর সংযোগ পুনঃস্থাপন খুব সহসাই চালু করার কাজ চলছে।