ফেনীতে শ্রী কৃষ্ণের জন্মষ্টমী উদযাপন।

(৯ আগস্ট ২০১২) সনাতন ধর্মের প্রাণ পুরুষ ভগবান শ্রী কৃষ্ণের পূর্ণ্যতীথি শুভ জন্মষ্টমী উদযাপন উপলক্ষ্যে সারাদেশের মতো ফেনীতেও মঙ্গল সোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল শহরের কালিবাড়ী থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে মাষ্টারপাড়া কেন্দ্রীয় পুজা মন্দিরে গিয়ে শেষ হয়। র‌্যালীতে পাঁচশতাধিক নারী পুরুষ বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করেন। এদিকে সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনিন্দ্র কুমার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন জেলা পুলিশ সুপার পরিতোষ ঘোষ। উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাধেশ্যাম চন্দ্র দাস এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সমর দাস। এছাড়া জেলার দাগনভূইয়া, ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরামের হিন্দু সম্প্রদায়ের লোকজন বিভিন্ন ব্যানার ও ফ্যাস্টুন নিয়ে র‌্যালী ও আলোচনা সভায় জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।