ফেনীতে ট্রাক থেকে ষ্টীল শীট চুরির সময় গ্রেফতার-৪

(১১ আগষ্ট ২০১২) চট্টগ্রামের একটি ইস্পাত কারখানা থেকে ষ্টীল শীট ট্রাকে ভর্তি করে নোয়াখালীর চৌমুহনী যাওয়ার পথে ফেনীতে ট্রাক চালক ও সহকারীর সহযোগীতায় ষ্টীল শীট চুরির সময় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। এসময় মালামালসহ ট্রাকটি আটক করা হলেও বিকেলে ছেড়ে দেয়া হয়। এঘটনায় ফেনী মডেল থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চট্টগ্রামের একটি ইস্পাত কারখানা থেকে নয় লাখ টাকা মূল্যের ১৭ মেট্রিক টন ষ্টীল শীট নিয়ে একটি ট্রাক (নোয়াখালী-ট-০৫-০১০১) বৃহস্পতিবার রাতে নোয়াখালীর চৌমুহনীর উদ্দেশ্যে রওয়ানা হয়। শুক্রবার সকালে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকার সোনাগাজী সড়কের বালুয়া চৌমুহনী নামক স্থানে ট্রাকের চালকের সহযোগীতায় ট্রাক থেকে কিছু লোক ষ্টীল শীট নামাতে শুরু করে। এতে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা ফেনী মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে হাতেনাতে আটক করে ট্রাকসহ থানায় নিয়ে যায়। আটককৃতরা হলো- ট্রাক চালক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজিপুর গ্রামের আবুল কালাম (৪১), তার ছেলে হারুনুর রশিদ (১৯), মধ্যম ধলিয়া গ্রামের আবু আহম্মদের ছেলে মোঃ সোহাগ (২৬), বেতাগাও গ্রামের মৃত হোসেন আহম্মদের ছেলে মোঃ জামাল (৪২) খবর পেয়ে মালের মালিক আমিরুল বাশার বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) মাঈনুল আবসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।