ফেনীতে ভূয়া ডাক্তারের ৫০ হাজার টাকা জরিমানা

(২৬ আগস্ট) ফেনী শহরের আলী ডেন্টালের ভূয়া ডাক্তার মো: সেলিম জাহাঙ্গীরের চিকিৎসার নামে প্রতারণা করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনসুর উদ্দিন অভিযান পরিচালনা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শহরের এসএসকে রোডস্থ ন্যাশনাল প্লাজার আলী ডেন্টাল দীঘ ১০ বছর যাবত দাতের চিকিৎসার নামে মানুষের সাথে প্রতারণা করে আসছে। এ প্রতিষ্ঠানের কথিত চিকিৎসক সেলিম জাহাঙ্গীরের কোন এমবিবিএস বা বিডিএস ডিগ্রী না থাকলেও তিনি নামের সাথে ‘ডাক্তার’ যোগ করে চিকিৎসার নামে এ প্রতারণা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দুপুরের ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে। এসময় তার চেম্বারে থাকা ‘ডাক্তার’ লিখা যাবতীয় ভিজিটিং কার্ড ও প্যাড জব্দ করে পুড়িয়ে দেয়া হয় এবং প্রতারণা না করতে ভবিষ্যতের জন্য তাকে সতর্ক করে দেয়া হয়। অভিযান চলাকালে সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সাইফুর রহমান ভূঞা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনসুর উদ্দিন জরিমানার বিষয়টি ফেনীর সময়-কে নিশ্চিত করেছেন।