(২৭ আগষ্ট ২০১২) ফেনীতে সরকারী জিয়া মহিলা কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে নুরুল কাওসার (২৩) নামে এক শিক্ষার্থীকে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনসুর আহম্মদ রবিবার সকালে শহরের মিজান রোডের আলীয়া মাদ্রাসার পাশে সরকারী জিয়া মহিলা কলেজের এক শিক্ষার্থীকে উত্যক্ত করার দায়ে ঢাকা টিএন্ডটি কলেজের স্নাতক বর্ষের এক শিক্ষার্থীকে এক মাসের কারাদন্ড প্রদান করেন। পুলিশ জানায়, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ ইউনিয়নের তালগ্রাম আমিন মাষ্টার বাড়ীর নুরুল ইসলামের ছেলে নুরুল কাওসার দীর্ঘদিন ধরে ঢাকা পড়ালেখা করতো। রবিবার সকালে ঈদের ছুটি শেষে ঢাকা ফেরার কথা বলে বাড়ী থেকে বের হয়ে ফেনী এসে পূর্ব পরিচিতা জিয়া সরকারী মহিলা কলেজের ওই ছাত্রীর সাথে দেখা করে। ওই ছাত্রী ফেনী আলীয়া মাদ্রাসার ইংরেজী বিভাগের প্রভাষক গাজী ইকবালের কাছে পড়া শেষে বাড়ী যাওয়ার পথে নুরুল কাওসার তার হাত ধরে টানা হেচড়া করে। এসময় ছাত্রীর পাশে থাকা বান্ধবীরা চিৎকার করলে প্রভাষক গাজী ইকবাল এসে তাকে আটক করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সিরাজ উদ্দিনকে খবর দেয়। কাউন্সিলর সিরাজ উদ্দিন ফেনী মডেল থানা পুলিশ ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেটকে খবর দিলে আদালত আসামীকে এক মাসের কারাদন্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনসুর আহম্মদ ছাত্রী উত্যক্তর দায়ে এক শিক্ষার্থীকে এক মাসের কারাদন্ডের সত্যতা নিশ্চিত করেছেন।