(২৯ আগষ্ট ২০১২): ফেনী শহরের বিরিঞ্চি হাংকার এলাকায় মঙ্গলবার রাতে কুড়িয়ে পাওয়া বোমায় ক্ষতবিক্ষত হয়েছে একটি শিশু। আহত শিশুটি ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতের পরিবার সূত্রে জানা যায়, শহরের হাংকার এলাকায় আমজাদের ঘরের পাশ্বে পুরাতন একটি বাড়ীতে রাতে ছেলেমেয়েরা খেলাধূলা করছিল। এসময় নুরুল ইসলামের ছেলে ৮ বছরের শিশু সুমন টেপ দিয়ে মোড়ানো একটি বল সদৃশ্য বস্তু কুড়িয়ে পেয়ে টেপ খোলার চেষ্টা করে। টেপ খোলা মাত্রই এটি বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে সুমনের ডান হাত, মাথা, পায়ে, বুকে ও যৌন অঙ্গ ক্ষতবিক্ষত হয়ে যায়। অপর খেলার সাথীরা শোর চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এসে তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ শাহরিয়ার মাহমুদ জানান, শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করাতে ছাড়পত্র দেয়া হয়েছে। সুমনের পিতার আর্থিক অবস্থা বিবেচনা করে তাকে এখানে রেখেই প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। ফেনী থানার পরিদর্শক (ওসি) মোঃ মাঈনুল আফসার জানান, তিনি বিষয়টি শুনেছেন। থানায় কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, বিরিঞ্চি এলাকায় সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হওয়ায় বহিরাগত সন্ত্রাসীরা প্রতিদিন এখানে জড়ো হয়। সম্প্রতি এখানে মাদক, চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ বেড়ে চলেছে। ইতিপূর্বে শহরের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজী, জবরদখল, ডাকাতিসহ নানা অপরাধের দায়ে বিরিঞ্চি এলাকার বেশ কিছু যুবক পুলিশের হাতে আটক হয়েছে।