ফেনীর কৃতী সন্তান নাট্যকার সেলিম আল দীন স্মরণে গতকাল থেকে শুরু হলো "সেলিম আল দীন উৎসব-২০১২"।

(২৬ আগষ্ট ২০১২) ফেনীর কৃতী সন্তান নাট্যকার সেলিম আল দীন স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে গতকাল থেকে শুরু হলো ‘সেলিম আল দীন উৎসব-২০১২’ সেলিম আল দীন স্মরণে এটি ষষ্ঠ নাট্যোৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আজ সন্ধ্যা ৬টায় এ উৎসবের উদ্বোধন করনে সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। ‘তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেষ ছায়াপথ’ শীর্ষক এ উৎসবে সেলিম আল দীনকে স্মরণ করার পাশাপাশি উয়ারী-বটেশ্বরে উন্মোচিত বাঙালির জাতিগত অতীত সমৃদ্ধির ওপর আলোকপাত করা হবে। উৎসবে নাটক মঞ্চায়ন ছাড়াও সেমিনার ও উয়ারী-বটেশ্বরেপ্রাপ্ত বিভিন্ন উপকরণের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রযোজিত নাটক ‘জ্যোতিসংহিতা’ প্রদর্শিত হবে উৎসবের দ্বিতীয় দিন সন্ধ্যায়। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শন করা হবে প্রাচ্যনাট প্রযোজিত নাটক ‘রাজা এবং অন্যান্য’। ২৭ আগস্ট সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মঞ্চে ঢাকা থিয়েটারের প্রযোজনায় মঞ্চায়িত হবে সেলিম আল দীনের নাটক ‘ধাবমান’, মহাকাল নাট্য সমপ্রদায় প্রযোজিত নাটক ‘নিশিমন বিসর্জন’ প্রদর্শিত হবে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। সেলিম আল দীন উৎসবে আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে সেমিনার ‘উয়ারী-বটেশ্বর : শেকড়ের সন্ধানে’; শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠিতব্য এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সুফি মোস্তাফিজুর রহমান। উৎসবে কলকাতা থেকে আসা নাট্যদল ‘নয়ে নাটুয়ে’ ২৯ আগস্ট সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যাশালায় প্রদর্শন করবে নাটক ‘বড়দা বড়দা এবং কাব্যে গানে’, এ দিন এক্সপেরিমেন্টাল থিয়েটার হল মঞ্চায়িত হবে ইউনিভার্সেল থিয়েটারের প্রযোজনায় ‘মহাত্মা’ চট্টগ্রামের তির্যক নাট্যদল ৩০ আগস্ট সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় প্রদর্শন করবে রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’, এ দিন সন্ধ্যায় সুবচন নাট্য সংসদ এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে পরিবেশন করবে নাটক ‘মহাজনের নাও’ এবং দ্যাশ বাঙলা থিয়েটার শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার পরিবেশন করবে ‘কঙ্কাল ও সাড়ে তিন হাত’, উৎসবের শেষ দিন ৩১ আগস্ট সন্ধ্যায় ঢাকা থিয়েটার প্রবর্তিত ‘মীর মকসুদ-উস-সালেহীন-বজলুল করিম সম্মাননা’ ও ‘ফওজিয়া ইয়াসমিন শিবলী’ পদক প্রদান করা হবে। এ দিন কলকাতা থেকে আসা ‘তৃতীয় সূত্র’ নাট্যদল জাতীয় নাট্যশালায় প্রদর্শন করবে রবীন্দ্রনাথের ‘বিসর্জন‘ নাটকটি। একই দিন সময় প্রযোজিত ‘শেষ সংলাপ’ প্রদর্শিত হবে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। উৎসবের শেষ সন্ধ্যায় স্টুডিও থিয়েটারে অনুষ্ঠিত হবে হাসান আরিফের গ্রন্থনা ও পরিবেশনায় আবৃত্তি অনুষ্ঠান ‘আমার রবীন্দ্রনাথ’, সেলিম আল দীন উৎসবে উয়ারী-বটেশ্বরের বিভিন্ন নিদর্শন প্রতিদিন বিকাল ৪টা থেকে প্রদর্শিত হবে মূল মিলনায়তনের লবিতে।