(২৫ আগষ্ট ২০১২) ফেনীতে সার্জিকেল কেয়ার ক্লিনিকে এক প্রসুতি রোগীর চিকিৎসার সাড়ে তিন মাস পর বাড়ীতে রোগী মারা যাওয়া কে কেন্দ্র করে এক মাস পর আজ বৃহস্পতিবার দুপুরে ক্লিনিক ব্যাপক ভাংচুর চালিয়েছে রোগীর স্বজনরা। এসময় তাদের হামলায় কর্তব্যরত ডাক্তার আহত হয়েছে। আহত ডাক্তারকে ফেনী সদর হাসপাতারে ভর্তি করা হয়েছে। পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি বছরের মে মাসের ৩ তারিখ সদর উপজেলার লস্করহাট ইউনিয়নের বাঘাইয়া গ্রামের শিল্পী আক্তার (২৬) নামে এক রোগী ফেনী শহরের একাডেমীস্থ সার্জিকেল কেয়ার ক্লিনিকে ভর্তি হয়। ভর্তির পর তাকে ডিএমসি করানো হয়। ৪ দিন পর ৭ মে রোগী হাসপাতাল ত্যাগ করে ফেনীর অন্য একটি হাসপাতালে ভর্তি হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে চট্রগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়। চিকিৎসা শেষে ৮ রমজান ২৮ জুলাই শিল্পী ফেনী শহরের মাষ্টর পাড়া বাসায় মৃত্যু বরণ করে। মৃত্যুর ২৭ দিন পর বৃহস্পতিবার দুপুরে রোগীর স্বজনরা সার্জিকেল কেয়ার ক্লিনিকে ব্যাপক ভাংচুর চালায়। এসময় ৩/৪ জন যুবক হাসপাতালের ইমারজেন্সি বিভাগ, কেবিন, ওয়েটিং রুম এর জানালা-দরজার গ্লাস, টিভিসহ ব্যাপক জিনিসপত্র ভাংচুর চালায়। তাদের হামলায় রিপন সরকার (৩০) নামে এক কর্তব্যরত ডাক্তার মারাত্মক আহত হয়েছে। তাকে ফেনী সদর হাসপাতারে ভর্তি করা হয়েছে। তার মাথায় তিনটি শিলাই দেওয়া হয়েছে। ভাংচুরের ঘটনার খবর পেয়ে ফেনী পুলিশ সুপার পরিতোষ ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া ফারুক জানান, চিকিৎসার সাড়ে তিন মাস পর হাসপাতাল ভাংচুরের ঘটনা দুঃখজনক। তিনি এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাঈনুল আবসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ মাললা করলে ব্যবস্থা নেয়া হবে।