ফেনীর ঈদ বাজারে সক্রিয় মহিলা পকেটমার।

(১৩ আগষ্ট ২০১২) ঈদের বাজারে নতুন আতঙ্ক মহিলা পকেটমার। ফেনীসহ বিভিন্ন উপজেলার বড় বড় মার্কেটগুলোতে ভদ্র বেশে, কখনো বোরকা পরিহিত মহিলার আবরণে ঘুরে বেড়ান আর সময় সুযোগ বুঝেই পকেট সাবাড় করেন। ফেনীতে ঈদের বাজারে ছিনতাইকারী, অজ্ঞানপার্টি, মলমপার্টিসহ নানা চক্রের সঙ্গে মহিলা পকেটমারের একটি গ্রুপ সক্রিয়ভাবে নেমে পড়েছে। বোরকা পরা এই মহিলারা বড় বড় মার্কেটের সামনে বাসস্টান্ডে অথবা জনাকীর্ণ স্থানে দাঁড়িয়ে থাকে। যখন লোকজন কোনো ভিড়ের কারণে গাদাগাদি করে যাওয়ার চেষ্টা করে ঠিক তখনই এরা কাজের কাজটি করে ফেলে। আর এদের প্রধান টার্গেটই হচ্ছে মানিব্যাগ। সূত্রে জানা যায়, এই সকল মহিলারা পকেট মারার জন্য জনাকীর্ণ স্থান আর সন্ধ্যার পর মার্কেটগুলো বেছে নেয়। মার্কেটের ভেতর অথবা বাহিরে গেটের সঙ্গে দাঁড়িয়ে থাকে। বোরকা পরা আবার কোনো কোনো সময় বোরকা ছাড়াই অত্যন্ত সুযোগসন্ধানী এই মহিলারা লোকজনের ভিড়ের সুযোগ কাজে লাগিয়ে মানিব্যাগ বের করে নেয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী বড় বড় মার্কেটগুলোতে টহলে আছে বলে জানা যায়।