বোনাসের দাবিতে ফেনীর নুরানী ডাইং এন্ড সুয়েটার কারখান কর্মচারীদের বিক্ষোভ।

(১২ আগষ্ট ২০১২) বোনাসের দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে ফেনী সদর উপজেলার ফতেহপুরের নুরানী ডাইং এন্ড সুয়েটার কারখানার কর্মরত শ্রমিক ও কর্মচারীরা বিক্ষোভ করেছে। এসময় শ্রমিক কর্মচারীরা কারখানার আসবাপত্র ভাংচুরের চেষ্টা চালালে ফেনী মডেল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ জানায়, শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে ফেনী সদর উপজেলার ফতেহপুরের নুরানী ডাইং এন্ড সুয়েটার কারখানার কর্মরত শ্রমিক ও কর্মচারীরা ন্যায্য বেতন ছাড়া ঈদ উপলক্ষ্যে ১০ দিনের বেতন বোনাস হিসেবে দাবি করে। কারখানা কর্তৃপক্ষ বিষয়টি মেনে না নিলে শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে বিকেলে শ্রমিকরা আবার কাজে যোগদান করে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, সরকারী মজুরি কাঠামো অনুযায়ী তাদেরকে বেতন বোনাস না দিয়ে দীর্ঘদিন ধরে কারখানা কর্তৃপক্ষ তাদের ঠকাচ্ছে। ঈদ উপলক্ষেও তাদের বোনাস না দিতে চাইলে তার আন্দোলন করতে বাধ্য হয়। নুরানী ডাইং এন্ড সুয়েটার লিঃ এর পরিচালক শেখ নুর মোহাম্মদ আজগর জানান, শ্রমিকরা অন্যায় ভাবে মুজুরি দাবি করে অনাকাঙ্খিত ঘটনা সৃষ্টি করলে তাদের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করা হয়েছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) মাইনুল আবসার নুরানী ডাইং এন্ড সুয়েটার কারখানার শ্রমিকদের বিক্ষোভ এর সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।