(০১ আগষ্ট ২০১২) সন্ধ্যায় বেলায় ধনীরে মানুষ.... ফকির সকাল বেলা। আজ বুধবার ভোরে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুন্জরা গ্রামের বড় বাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৮টি বসতঘর পুড়ে ১৩ পরিবারের কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন । সরেজমিন ঘুরে জানা যায়, বুধবার ভোরে সেহরী খেয়ে ওই বাড়ির শতাধিক বাসিন্দা ঘুমিয়ে পড়েন। ভোর পৌনে ৫টায় বৈদ্যুতিক শটশার্কিট থেকে বাড়ির মধ্যে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে শোর-চিৎকারে ঘুমন্ত শতাধিক মানুষ এক কাপড়ে ঘর থেকে বাহির হয়ে প্রানে বাচঁলেও একটি শস্যকনাও ঘর থেকে কেউ বাহির করতে পারেননি বলে ক্ষতিগ্রস্থরা জানান। ভয়াবহ অগ্নিকান্ডে গোলাম রাব্বানি, কেয়ায়েত উল্লাহ , জাহাঙ্গীর আলম , রফিকুল আলম, সাখাওয়াত হোসেন , মোজাম্মেল হক, করিমুল হক, আবু তাহের, মিন্টু মিয়া, জয়নাল আবদিন. সাখাওয়াত হোসেন, জাহেদা বেগম, ছলিম উল্লাহ, আজিজ উল্লাহ ও মহি উদ্দিনের বসত ঘর সম্পূর্ন ভস্মিভূত হয়েছে । আগুন থেকে বাচতেঁ ঘর থেকে বের হওয়ার সময় অগ্নিদগ্ধ হয়েছেন কেয়ায়েত উল্লাহ, সাজ্জাদ হোসেন, আজহারুল ইসলাম , মহি উদ্দিন. ছলিম উল্লাহ, জাহেদা বেগমসহ অন্তত ১০ জন । আজ সকালে ক্ষতিগ্রস্থদের মাঝে প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান নুর আহম্মদ মজুমদার , নির্বাহী অফিসার মোহাম্মদ মোমিনুর রশিদ ,প্রকল্প মোহাম্মদ আফতাবুল ইসলাম ছাগলনাইয়া প্রেস ক্লাব সভাপতি মোঃ মোস্তফআ ,প্রচার সম্পাদক সোলায়মান হাজারী ডালিম, কার্যকরি কমিটির সদস্য আবুল হাসান এবং ছাগলনাইয়া উপজেলা জামায়াতের পক্ষে সেক্রেটারি মোঃ মুজিবুর রহমানসহ নেতৃবন্দ ক্ষতিগ্রস্থদের মাঝে শাড়ি, লুঙ্গি , চাল-ডাল বিতরণ করেছেন। এছাড়া সন্ধ্যায় ক্ষতিগ্রস্থদের জন্য জামায়াতের পক্ষ থেকে ইফতারের ব্যবস্থা করা হয় । ফেনী জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে টিন বিতরণ করা হবে বলে উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্থদের আশ্বস্ত করেছেন । পবিত্র রমজান মাসে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের প্রতি সহানুভূতি জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির সভাপতি নুর আহম্মদ মজুমদার, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল হোসাইন ফারুকী, পৌর জামায়াতের আমির পেয়ার আহম্মদ মজুমদার, স্থানীয় ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান আজিজ আহম্মদ , ইউনুছ মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী দিদারুল আলম মজুদার ।