ফেসবুকে নগ্ন ভিডিও প্রকাশ করায় ফেনীতে এক বখাটে আটক।

(২ আগস্ট ২০১২) ফেসবুকে প্রতিবেশী এক কলেজ শিক্ষার্থীর নগ্ন ভিডিও প্রকাশ করে ব্ল্যকমেইলের চেষ্টা করায় নাজিরুল হক মুন্না নামে এক বখাটেকে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, পশ্চিম ডাক্তার পাড়ার সুরুজ ম্যানশনের সামছুল হকের ছেলে নাজিরুল হক মুন্না (২২) দীর্ঘদিন ধরে প্রতিবেশী এক কলেজ শিক্ষার্থীকে প্রেমে প্রস্তাব দিয়ে আসছে। প্রস্তাবে সাড়া না দেয়ায় বিভিন্ন সময় উত্ত্যক্ত করছে। ওই শিক্ষার্থীর ছবির সাথে পর্ণো ছবির লিংক করে ২৭ জুলাই রাত ৮ টায় ফেসবুকে ছেড়ে দেয়। ইতিপূর্বেও ওই কলেজ শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে ২০১০ সালের ডিসেম্বরে ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।