(১৮ জুলাই ২০১২ ) জেলার পাশের হার ৮৯.৩৮% ১৮ জুলাই ২০১২ এবারও শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতায় এইচএসসির ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে প্রথম স'ানে জায়গা করে নিয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। দ্বিতীয় দফা এমন সাফল্য অজর্নেও খবরে প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীরা ফেটে পড়েন আনন্দ উল্লাসে। তাদের ৪৮জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪৭ জন। ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ এই সাফল্যের জন্য প্রতিষ্ঠানের সুশৃঙ্খলতা, শিক্ষক শিক্ষিকাদের সঠিক পরিচর্যা, অভিবাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের এককগ্রতাকে সহায়ক শক্তি বলে মনে করেন। তিনি বলেন তাদের শিক্ষার্থীরা দেশ ও জাতি গঠনে দৃঢ় ভূমিকা রাখবেন।
অপর দিকে বোর্ডে ১১ তম স'ানে রয়েছে ফেনী সরকারী কলেজ। তাদের ১২শ শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৯৯৮ জন। জিপিএ ৫ পেয়েছে ১০৭ জন। পাশের হার ৮৩.৩৩ শতাংশ। গত বছর প্রতিষ্ঠানটি বোর্ডে ৯ম স'ানে থাকলেও ১১শ পরিক্ষার্থীর মধ্যে পাশ করেছিল ৮০৮ জন। আর জিপিএ ৫ পেয়ে ছিল ৫৬ জন। তখন পাশের হার ছিল ৬০.২৭ শতাংশ। ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ উৎপল কান্তি বৈদ্য তাঁর প্রতিষ্ঠানের আশানুরূপ ফল পাননি বলে জানিয়ে বলেন আগামীতে চেষ্টা থাকবে আরও ভালো ফলাফলের। ফেনী সরকারী কলেজের পাশের আনন্দে উল্লাসিত একাধিক শিক্ষার্থী জানান, তার যতটুকু আনন্দিত ফলাফলে তার চেয়ে বেশী আতংকিত ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য।
২০১২ সালের এইচএসসি ফলাফলে ফেনী জেলার পাশের হার ৮৯.৩৮ শতাংশ। এবার এইচএসসিতে অংশ নেয়া ৮ হাজার ২৪০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৭ হাজার ৩৬৫ জন।