(১৯ জুলাই ২০১২) ফেনী পৌরসভা সহ ও বিভিন্ন পৌরসভা ইউনিয়নের গ্রামীণ রাস্তাঘাটের বেহাল দশা। নালা-খন্দে ভরে গেছে এসব এলাকার সড়ক। ফলে যানবাহন চলাচল তো দূরের কথা অনেক সড়কে হাঁটাও দায় হয়ে পড়েছে। এতে ক্রমেই জেলা, উপজেলা সদর, এমনকি অভ্যন্তরীণ যোগাযোগেও জনভোগান্তি বেড়ে চলেছে। এসব সড়কে টেম্পো, সিএনজি-অটোরিকশা এমনকি ভারী যানবাহনও চলাচল করে। দীর্ঘ দিন সংস্কার না করায় বর্তমানে যান চলাচল অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। একটু বৃষ্টিতেই সড়কগুলোতে পানি জমে। এতে জনসাধারণের চলাচলে দুর্ভোগ বেড়ে যায়। এসব সড়ক সাময়িকভাবে সংস্কারে কিছু নিম্নমানের ইট ফেলা হলেও তা অল্প কদিনেই বিলীন হয়ে যায় বলে এলাকাবাসী অভিযোগ করেন । ফেনী সদর, ফুলগাজী, ছাগলনাইয়া, সোনাগাজী ও দাগনভূঞার বিভিন্ন ইউনিয়নের সড়কগুলোর নাজুক অবস্থা। পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা ওইসব এলাকা ঘুরে এলেও জনগুরুত্বপূর্ণ সড়কগুলোর আজো সংস্কার হয়নি।