ফেনীতে সমন্বিত সাংস্কৃতিক মঞ্চের আত্মপ্রকাশ

(০৩ এপ্রিল ২০১২) ফেনীতে চর্চারত ১৬টি সাংস্কৃতিক সংগঠন একত্রিত হয়ে ‘সমন্বিত সাংস্কৃতিক মঞ্চ’ নামে একটি ঐক্য গঠন করেছে। এর সদস্যরা সোমবার দুপুরে ফেনী জেলা পরিষদ প্রশাসক আজিজ আহাম্মদ চৌধুরি ও ফেনী পৌর মেয়র নিজাম উদ্দিন হাজারীর সাথে স্বাক্ষাত করেন এবং তাঁদের ফুল দিয়ে অভিনন্দন জানান। এ সময় প্রশাসক ও মেয়র নবগঠিত এ মঞ্চকে সর্বাতœক সহযোগীতার আশ্বাস দেন। উভয়ের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক মঞ্চের আহ্বায়ক মোহাম্মদ উল্যাহ (লালন একাডেমী), সদস্য সচিব শান্তি চৌধুরি (উদয়ন সাংস্কৃতিক কেন্দ্র), যুগ্ম আহ্বায়ক বাপ্পী পোদ্দার (কিশোর থিয়েটার), আসাদুজ্জামান দারা (আবৃত্তি সংসদ), সদস্য মনজুর তাজিম (আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র), জাহিদ হোসেন বাবলু (পায়রা শিশু কিশোর সংগঠন), আখিরুল আলম বাবুল (ফেনী সাংস্কৃতিক পরিষদ), বিশিষ্ট শিল্পী এ আর কুমার (সুরেলা সাংস্কৃতিক কেন্দ্র), সমর দেবনাথ (আর্য সাংস্কৃতিক কেন্দ্র), মনি মজুমদার (নজরুল একাডেমী ফেনী সদর), পারভেজ মাহমুদ হিমু (বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা), সরোয়ার হোসেন বাচ্চু (সত্য সারথী খেলাঘর), রাযেশ মজুমদার (লিডিয়ান মিউজিক্যাল ব্যান্ড), তাপস মজুমদার (জুভেনাইল ব্যান্ড), নুরুল আমিন পলাশ (নজরুল একাডেমী, সোনাগাজী শাখা), মঞ্জু সাহা (ধূমকেতু সঙ্গীত বিদ্যালয়) সহ স্থানীয় প্রায় অর্ধশত সাংস্কৃতিক কর্মী। মঞ্চের কর্মকর্তারা জানান, ফেনীতে চর্চারত সাংস্কৃতিক সংগঠনগুলোকে একত্র করে একটি সুস্থধারার সংস্কৃতি চর্চার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ মঞ্চ কাজ করবে। আগামী কয়েকদিনের মধ্যে একটি অনুষ্ঠানের মাধ্যমে মঞ্চটি কাজ শুরু করবে বলে জানান সদস্য সচিব শান্তি চৌধুরি।