ফেনীর ছাগলনাইয়ায় অবৈধভাবে বালু উত্তোলনকারী ৩ জনের জেল জরিমানা

(০২ এপ্রিল ২০১২) ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় ভ্রাম্যমান আদালত ৩জনকে ড্রেজারসহ আটক করে জেল ও জরিমানা প্রদান করেছে। পুলিশ ও ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালত ফেনী নদীর শুভপুর, জয়পুর ও জয়চাঁদপুর এলাকায় অভিযান চালায়।
এ সময় ভ্রাম্যমান আদালত ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় মায়ের দোয়া, ফোর ষ্টার ও শাহ পরান নামক ৩টি সংস্থা নিজকুঞ্জরা গ্রামের আবুল কালামের পুত্র সাহাবুদ্দিন(২০), কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার সাহাপুর গ্রামের শাহেদ লালের পুত্র নুর উদ্দিন(৩০) ও চট্টগ্রাম জেলার মীরসরাই থানার মোবারক কোনা গ্রামের ছলিম উল্লাহর পুত্র শাহীনকে (১৯) হাতেনাতে আটক করে। গ্রেপ্তারকৃতরা দোষ স্বাীকার করলে সার্বিক বিবেচনায় মোবাইল কোর্ট বিধান ও ফৌজদারী কার্যবিধি এর সংশ্লিষ্ট বিধান মোতাবেক বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা ১ম বারে অপরাধ বিবেচনায় ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে প্রত্যেকের ১মাসের কারাদন্ড প্রদান করেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোমিনুর রশীদ। স্থানীয় ইউপি চেয়ারম্যান ডাঃ রেজাউল করিম জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বহু রাস্তা-ঘাট, ফসলী জমি ও ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ব্যাপক ভাঙ্গনের ফলে এলাকাবাসী দিশেহারা হয়ে পড়েছে। ভাঙ্গন রোধ করার জন্য মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।