ফেনীর ছাগলনাইয়ায় ৮৫৬ বোতল ফেনসিডিল আটক

(৪ এপ্রিল ২০১২) ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রাম থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ৮৫৬ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ভোরে ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের ছয় ঘরিয়া গ্রাম দিয়ে বেশ কিছু ফেনসিডিল পাচার হওয়ার সংবাদ পায় বিজিবি। সংবাদ পেয়ে সুবেদার আবদুল করিমের নেতৃত্বে বিজিবি সদস্যরা সেখানে উপস্থিত হলে চোরাচালানীরা ফেনসিডিল ফেলে দ্রুত পালিয়ে যায়। এ সময় বিজিবি সদস্যরা ৮৫৬ বোতল আটক করে।
ফেনীস্থ ১৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কেএ নেসার ফেনসিডিল আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি সীমান্তে মাদকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। তাদের এ কার্যক্রম অব্যহত থাকবে।