(১২ এপ্রিল ২০১২) : বাংলা নববর্ষ ১৪১৯ কে বরণ করতে ফেনীতে সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা আয়োজন করা হয়েছে। চলছে শেষ পর্যায়ের কাজ। পহেলা বৈশাখ সকালে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে বাংলা নববর্ষকে বরণ করতে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছে। ফেনী পাইলট হাই স্কুল থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করবে। ফেনী পিটিআই মাঠে শোভাযাত্রা শেষে সেখানে উপস্থিত সবার জন্য আয়োজন করা হয়েছে থাকবে বাঙ্গালীর চিরায়িত পান্তা ভাত, আলুভর্তা ও শুটকি। এরপর সাত দিনব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোঃ আবদুল কুদ্দুস খান। মেলায় দেশীয় হস্ত শিল্প পণ্য ছাড়াও বিভিন্ন পণ্য সামগ্রী থাকবে। মেলা চলাকালে প্রতিদিন বিকেলে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা নববর্ষকে বরণ করতে ইতিমধ্যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান প্রস্তুতি শেষ পর্যায়ে করেছে। পুরানো হিসাবের খাতা বাদ দিয়ে নতুন খাতা খোলা সময়ে চলবে হালখাতার অনুষ্ঠান। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইতিমধ্যে হালখাতার চিঠি বিলি বন্টন ও শেষ পর্যায়ে রয়েছে। এদিকে নববর্ষেও আগের দিন চৈত্র সংক্রান্তি উৎসবের জন্য হিন্দু স¤প্রদায়ের লোকজন প্রস্তুতি নিচ্ছে। চৈত্র সংক্রান্তিতে আয়োজন করা হচ্ছে ঐতিহ্যবাহী চরক পূঁজার। ওই দিন বিভিন্ন শাক সবজির সমন্বয়ে তৈরী করা হবে বিশেষ ধরনের খাবার তরকারী পাঁচন। এছাড়া শহরের বিজয়সেন দিঘীর পাড়, তৃপ্তি এগ্রো পার্ক, গ্রান্ড হক টাওয়ার, সাইমুম গার্ডেনসহ বিভিন্ন জনসমগম স্থানে নববর্ষ বরণের প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে। ফুলের দোকান গুলোতে ফুলের অর্ডার জমা পড়েছে প্রচুর।
