ছাগলনাইয়ায় স্কুলছাত্রীকে ইভ টিজিং : বখাটেদের বিচার না করে ছাত্রীকে ছাড়পত্র দেয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

(১৩ এপ্রিল ২০১২) ফেনীর ছাগলনাইয়ায় মহামায়া ইউনিয়নের হিছাছরা উচ্চ বিদ্যালয়ের শাহেদা আক্তার নামে নবম শ্রেণীর এক ছাত্রী বখাটের হাতে ইভ টিজিংয়ের প্রতিবাদ জানিয়ে স্কুলের প্রধান শিক্ষককে অভিযোগ জানালে ওই ছাত্রীকে ছাড়পত্র দেয়া হয়। এর প্রতিবাদে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বিদ্যালয়ের আঙিনায় বিক্ষোভ করে ক্লাস বর্জন করেছে।

স্কুল ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী সূত্রে জানা যায়, শাহেদা আক্তার বিদ্যালয়ে যাওয়া-আসার পথে স্থানীয় বখাটে রনি ও বক্কর নামে দুই যুবক তাকে উত্ত্যক্ত করত। এ ব্যাপারে তার মা হালিমা বেগম ২ এপ্রিল বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবরে বখাটেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। প্রধান শিক্ষক বিচারের আশ্বাস দিয়ে বখাটেদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে পরদিন ওই শিক্ষার্থীকে ছাড়পত্র (টি.সি) দিয়ে দেন। বৃহস্পতিবার শিক্ষার্থীরা এ ঘটনা জানার পর এর প্রতিবাদে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বর্জন ও বিক্ষোভ করে।

এ ব্যাপারে প্রধান শিক্ষক আবদুর রব ওই ছাত্রীর মাকে লিখিত অভিযোগ দেয়ার সত্যতা স্বীকার করে বলেন, সাহেদা আক্তার বখাটেদের ভয়ে বিদ্যালয়ে আসতে না চাওয়ায় তার মায়ের সম্মতিক্রমে তাকে বিদ্যালয় থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। শিক্ষার্থীরা না বুঝে এ ঘটনা ঘটিয়েছে। তিনি আরো বলেন, আগামী রবিবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।