বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় ফেনীতে নববর্ষ বরণ

(১৪ এপ্রিল ২০১২) বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্যে দিয়ে ফেনীতে নববর্ষকে বরণ করা হয়েছে। আজ শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ফেনী পাইলট হাই স্কুল মাঠ থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পিটিআই মাঠে মিলিত হয়। শোভাযাত্রায় জেলার স্কুল, কলেজ, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, এনজিও ও প্রশাসনের প্রায় ৩ হাজার সারথি উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে ‘এসো হে বৈশাখ এসো এসো’ সংঙ্গিত পরিবেশনের মাধ্যমে বৈখাশী উৎসবকে নব প্রানে পরিণত করা হয়। এ সময় তিন দিন ব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান। পরে প্রশাসনের আয়োজনে বাঙ্গালির ঐতিহ্য পান্তা ও আলু ভর্তায় উপস্থিত সকলে অংশ গ্রহন করে। এদিকে শহরের তৃপ্তি এগ্রো পার্ক, গ্রান্ড হক টাওয়ার, বিজয় সেন দীঘিসহ বিভিন্ন স্থানে বৈশাখ কে বরণ করতে পান্তা-ইলিশ, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনদিন ব্যাপি মেলায় দেশজ, লোকজ, বিভিন্ন প্রতিষ্ঠন অংশ গ্রহন করে। মেলা মাঠে প্রতিদিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।