ফেনীতে ৩ দিনব্যাপী বৈশাখী মেলা

(১৫ এপ্রিল ২০১২) ফেনীতে বাংলা নববর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী বৈশাখী মেলা শনিবার সকাল ৮টার দিকে শহরের পিটিআই মাঠে শুরু হয়েছে।

প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রা ও মেলার উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক আবদুল কুদ্দুস খান।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম শওকত ইকবাল শাহীনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পরিতোষ ঘোষ, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম প্রমুখ।

এদিন সকালে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পিটিআই মাঠে এসে শেষ হয়।

পরে বেলুন ও কবুতর উড়িয়ে জেলা প্রশাসক আবদুল কুদ্দুস খান ও অন্যান্য অতিথিরা মেলার উদ্বোধন করেন।