(১৬ এপ্রিল ২০১২)ফেনী নাসিং ইনস্টিটিউট এর প্রশিক্ষনার্থীরা যৌন হয়রানির বিচার না পেয়ে আন্দোলন নেমেছেযৌন হয়রানির বিচার না পেয়ে প্রতিবাদে ক্লাস ও ক্লিনিক্যাল প্রাকটিস বর্জনসহ বিক্ষোভ মিছিল করেছে ফেনী নাসিং ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থীরা।
রবিবার দুপুরের পর থেকেই ইনস্টিটিউটের প্রশিক্ষনার্থীরা এই আন্দোলন শুরু করে। ইনস্টিটিউটের ৭৬ জন ছাত্রীদের অভিযোগ অফিস সহকারী বেলাল বিভিন্ন সময় তাদের সাথে অশ্লিল ভাষা ও খারাপ প্রস্তাব দিয়ে আসছে । প্রশিক্ষনার্থীরা জানিয়েছেন বেলাল এক প্রশিক্ষানার্থকে রাতে তার সাথে হোটেরে থাকার প্রস্তাপ করে এসব বেপারে লিখিত ভাবে প্রমানসহ দায়ীত্ব প্রাপ্ত ইনেষ্ট্রাক্টরকে একাধিকবার এসব জানালেও বিচার না করে অভিযুক্তের পক্ষ নেয়ার অভিযোগ করে শিক্ষার্থীরা। ফলে দিন দিন বাড়তে থাকে তার অত্যাচারের মাত্রা। সাংবাদিকদের উপসি'তি টেরপেয়ে সটকে পড়ে বেলল। প্রশিক্ষনার্থীরা যানিয়েছেন ৯০ জন প্রশিক্ষনার্থীদের মাজ থেকে ৭৬ জনে
থেকে জন প্রতি এক লক্ষ টাকা করে নিয়েছেন এখান কার নাসিং ইনষ্ট্রাক্টর ইনচাজ আর বাকীরা টাকা নাদিতে পেরে আনেক টা ক্ষোভ নিয়ে ইনস্টিটিউট থেকে চলেগেছে । তবে নাসিং ইনষ্ট্রাক্টর ইনচাজ নিলুফা সুলতানা তার বিরুদ্দে আনা সব অভিযোগ সাংবাদিকদের কাছে অস্বীকার করেছেন ।
