রোটার‌্যাক্ট ক্লাব ফেনী সেন্ট্রাল এর (২০১২-১৩) রোটাবর্ষের কমিটি গঠন।

(১৬ এপ্রিল, ২০১২) : আন্তর্জাতিক সেবা সংগঠন রোটার‌্যাক্ট ক্লাব ফেনী সেন্ট্রাল এর (২০১২-১৩) রোটাবর্ষের কমিটি গঠন করা হয়েছে। রোঃ এ. এন. এম মাখজাম হায়দার (মিরাজ) কে সভাপতি ও রোঃ আবুল হাসনাত (রনি) কে সচিব নির্বাচিত করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব ফেনী সেন্ট্রালের বর্তমান সভাপতি রোটাঃ শাহীন হায়দার, সচিব রোটাঃ আবু জুবায়ের ভূঁঞা (মুন্না), প্রতিষ্ঠাতা সভাপতি পিপি এড. আকরুমাজ্জামন, যুগ্ন সচিব রোঃ আবদুল আউয়াল (সবুজ), কোষাধ্যক্ষ রোটাঃ সায়দুল মিল্লাত (মুক্তা), রোটাঃ এহসানুল হক ও পিএসসিসি রোটাঃ ডাঃ ইকবাল হোসেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোটার‌্যক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রাল এর বর্তমান সভাপতি রোঃ আবু সাকের মজুমদার (আসিফ), সচিব রোঃ মাহমুদুল হক (জিসান) ও পিপি এড. ফজলুল হক ছোটন। এতে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন আইপিপি রোঃ শরীফুল ইসলাম (অপু)।