ফেনীর সোনাগাজীতে বাল্যবিয়ে : পুলিশের উপস্থিতে টের পেয়ে বর পলাতক

(১৭ এপ্রিল ২০১২) ফেনীর সোনাগাজীতে বাল্যবিয়ের অনুষ্ঠানে পুলিশের উপস্থিতে টের পেয়ে পালিয়ে গেছে বর।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মধ্যম চর চান্দিয়া তোফায়েল আহম্মদ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী নুর নাহারের (১৩) সাথে পাশ্ববর্তী নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের চর বড়ধলি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মহিউদ্দিনের (২৫) সাথে বিয়ে ঠিক হয়। বিয়ের আগের দিন মধ্যম চারচান্দিয়া ডাক্তার পাড়ায় কনের বাড়িতে কনেপক্ষের আত্মীয়স্বজন হাজির হয়েছে। আজ সোমবার সকাল থেকে বরপক্ষের জন্য রান্নাবান্না শেষ, দুপুরে বর আসলেই বিয়ে পড়াবেন কাজী। এমন সময় স্থানীয় ইউপি চেয়ারম্যানকে সাথে নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে, কেউ কিছু বুঝে ওঠার আগেই বর এবং তার স্বজনরা পালিয়ে যায়।
নুর নাহার সোনাগাজী উপজেলার মধ্যম চর চান্দিয়া ডাক্তার পাড়ার সৌদিপ্রবাসী জয়নাল আবেদীন ও তসলিমা আক্তারের মেয়ে। চর চান্দিয়া ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন আহম্মদ খোকন জানায়, শিশু নুর নাহারের মা তার মেয়ের জন্ম নিবন্ধন সনদে বয়স পরিবর্তন করতে চাইলেই বিয়ের বিষয়টি জানা যায়। অপ্রাপ্ত বয়সী মেয়েকে বিয়ে দেওয়া জন্য নিষেধ করা হলে তারা তা না শুনলে পুলিশ এসে এ বিয়ে বন্ধ করে দেয়। সোনাগাজী মডেল থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোতাহার হোসেন বাল্য বিবাহের সংবাদ শুনে বিয়ে বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করার সত্যতা নিশ্চিত করেছেন।