(১৭ এপ্রিল ২০১২) ফেনীতে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যাক্তি নিহত হয়েছে। পুলিশ, হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে চট্রগ্রাম থেকে ঢাকাগামী সুবর্না এক্সপ্রেস ফেনী রেলওয়ে স্টেশনের ১০০মিটার দূরে মৌলভীবাজার রেলক্রসিং নামক স্থানে স্থানীয় এক মসজিদের পাশ অতিক্রম করার সময় অজ্ঞাত(৫০) ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
জিআরপি পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. আনোয়ার হোসেন জানান, নিহত ব্যাক্তির হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য ফেনী সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।
