উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্জিকেল ক্যাম্প করে স্বাস্থ্য সেবা দেয়া হবে

(১৭ এপ্রিল ২০১২) প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার জন্য চলতি মাস থেকে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে সার্জিকেল ক্যাম্প করে স্বাস্থ্য সেবা দেয়া হবে। এতে করে সকল বিভাগের রোগীদের সমস্যা সমাধান করা যাবে বছে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. সালাউদ্দিন মাহমুদ। আজ মঙ্গলবার বিকেলে ফেনী জেলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে ডাক্তারদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
তিনি বলেন, ফেনী জেলা সদর হাসপাতালের আড়াইশ বেডের হাসপাতালে গেটওয়ে না করার কারণে নতুন হাসপাতালটি চালু করা সম্ভব হচ্ছে না। পরিদর্শন কালে ফেনীর সিভিল সার্জন ডা. হরিপদ রায়, ফেনী জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. আলা উদ্দিনসহ জেলা সদর হাসপাতালে কর্তব্যরত ডাক্তারবৃন্দ উপস্থিত ছিলেন।